ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

বক্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন সারজিস

২০২৫ অক্টোবর ১২ ১৮:২৩:৫০
বক্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বীকার করেছেন, সম্প্রতি পঞ্চগড়ের এক পথসভায় দেওয়া বক্তব্যে তার ব্যবহার করা উপমাটি অনুচিত ছিল।

রোববার (১২ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন,“ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি বলে মনে করি।”

শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড়ে একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটে ক্ষিপ্ত হয়ে সারজিস আলম বলেছিলেন—“এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো, তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।”

বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং আলোচনার জন্ম দেয়। এরপরই রবিবার সারজিস নিজের অবস্থান স্পষ্ট করেন।

ফেসবুক পোস্টে সারজিস জানান,“গত এক মাসে পঞ্চগড়ে এনসিপি তিনটি অনুষ্ঠান করেছে। প্রতিবারই আমি যখন বক্তব্য শুরু করি, তখনই বিদ্যুৎ চলে যায়। আর বক্তব্য শেষ হলে আবার ফিরে আসে। বিষয়টি একবার-দুইবার হলে বুঝতাম, কাকতালীয়। কিন্তু তিনবার একই ঘটনা ঘটায় এটি উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, স্থানীয় কিছু সরকারি কর্মকর্তা ও বিদ্যুৎ বিতরণ সংস্থার (নেসকো) কর্মীরা রাজনৈতিক পক্ষপাতিত্ব করছেন।

সারজিস লেখেন,“প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারও বক্তব্যের সময় নয়—ঠিক আমি মাইকে কথা বলা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়। এতে মনে হচ্ছে কেউ ইচ্ছা করেই এমনটা করছে। এটা রাজনৈতিক আচরণ নয়, বরং ছোটলোকি।”

তবে নিজ বক্তব্যের জন্য তিনি আংশিক দুঃখপ্রকাশ করে বলেন,“ক্ষোভ ছিল—তবে সেই উপমা ব্যবহার না করলেও চলত।”

উল্লেখ্য, সারজিস আলমের নেতৃত্বে শনিবার চাঁদাবাজি ও প্রশাসনিক অনিয়মের প্রতিবাদে পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ হয়। লংমার্চ শেষে সারারাত জেগে শহরের কেন্দ্রস্থলে পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্যের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে