ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

আয়নাঘরের আলামত নষ্ট করা নিয়ে যা বললেন হাদি

২০২৫ অক্টোবর ১২ ১৫:০৫:২১
আয়নাঘরের আলামত নষ্ট করা নিয়ে যা বললেন হাদি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত অনিয়ম, গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছেন।

শনিবার (১১ অক্টোবর) এক বক্তব্যে তিনি দাবি করেন, কথিত “গুম কমিশন” কর্তৃক দেশের বিভিন্ন “আয়নাঘর” বা নির্যাতনকক্ষের আলামত নষ্ট করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি হুম্মাম কাদের চৌধুরী এবং ব্যারিস্টার আরমানের মামলার প্রসঙ্গ টেনে বলেন,“তাদের নির্যাতনকক্ষে থাকা টাইলস পর্যন্ত তুলে ফেলা হয়েছে। কে এই নির্যাতনকক্ষগুলোকে সুন্দর ড্রয়িংরুমে পরিণত করেছে—এই প্রশ্ন এখন জাতির।”

তিনি অভিযোগ করেন, ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়া পালানোর চেষ্টা করার সময় আটক হন এবং ৫ আগস্ট সন্ধ্যায় তিনি ১০০০ এরও বেশি গুরুত্বপূর্ণ কল রেকর্ড মুছে ফেলেন। শরিফ হাদির দাবি,“এই কল রেকর্ডগুলো ও নির্যাতনের আলামত অক্ষত থাকলে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের প্রমাণে ভরে যেত।”

র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদকে নিয়েও তিনি অভিযোগ করেন। তার ভাষায়,“খুনি বেনজীর এখনো ঢাকার উত্তরার বিভিন্ন বাসা-বাড়ি থেকে ভাড়া নিচ্ছেন, তার লোকজন নিয়মিত টাকা আদায় করছে। সরকারকে প্রশ্ন করি, কে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে?”

শরিফ হাদি বিরোধী দল বিএনপি এবং জামায়াত ইসলামীকেও সমালোচনা করেন। তিনি বলেন,“যারা নিজেদের বিরোধী দল বলে দাবি করে, তারা সামরিক বাহিনীর গণহত্যাকারী অংশের বিরুদ্ধে কোনো প্রতিবাদ পর্যন্ত করেনি।”

তিনি অভিযোগ করেন, মূলধারার গণমাধ্যম গুমের শিকার ব্যক্তিদের নিয়ে কোনো অনুসন্ধানী সিরিজ বা টকশো করছে না।

“বেগম জিয়ার মামলায় দিনের পর দিন লাইভ কভারেজ হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা গণহত্যার মতো গুরুতর অভিযোগ, সেইসব জেনারেলদের বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও কোনো আলোচনা হয় না।”

তিনি আরও দাবি করেন,“ডিজিএফআই মিডিয়াকে ‘মব লিঞ্চিং’ দেখানোর নির্দেশ দিচ্ছে এবং সেই আড়ালে প্রতিটি ‘আয়নাঘর’ ধ্বংস করে দিচ্ছে। এই সুযোগে ক্যান্টনমেন্ট থেকে ৬২৬ জন গণহত্যাকারীকে পাচার করার পরিকল্পনাও রয়েছে।”

বক্তৃতার শেষাংশে শরিফ হাদি বলেন,“এই রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে আল্লাহ ও বাংলাদেশের সাধারণ মানুষ—ভ্যান চালক, সবজি বিক্রেতা, ছাত্র, শিক্ষকরা। ক্যান্টনমেন্টের এলিটরা নয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে