ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫ অক্টোবর ১২ ১৮:৩২:০৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ইনস্টিটিউট প্রশাসন।

আজ রোববার (১২ অক্টোবর) ইনস্টিটিউট এর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর এমআইএসটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এইচএসসির ফলাফল প্রকাশের পরপরই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইনস্টিটিউটটি মিরপুর সেনানিবাসে অবস্থিত। ১৯৯৮ সালের দিকে বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারদের বিএসসি প্রকৌশল অধ্যায়ন করার জন্য বাংলাদেশ সরকার এটি প্রতিষ্ঠিত করে। ২০০৮ সালের আগে এমআইএসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হিসেবে ছিল। এমআইএসটিতে বর্তমানে চারটি অনুষদে ১২টি প্রকৌশল ও স্থাপত্য বিভাগ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে