ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

মেটার ইনস্টাগ্রাম প্রধানের নিশ্চিত ঘোষণা

২০২৫ অক্টোবর ০৩ ১৪:১৪:৪৬
মেটার ইনস্টাগ্রাম প্রধানের নিশ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে অনেকের ধারণা, ফেসবুক ও ইনস্টাগ্রাম স্মার্টফোনের মাইক্রোফোন ব্যবহার করে গোপনে তাদের ব্যক্তিগত কথোপকথন শুনে এবং সেই তথ্য দিয়ে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। তবে মেটা কোম্পানি এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি তার নিজের ইনস্টাগ্রাম পেজে নিশ্চিত করেছেন, মেটা কোনোভাবেই ব্যবহারকারীর ফোনের মাইক্রোফোন ব্যবহার করে কথা শোনে না বা রেকর্ড করে না। তিনি বলেন, “যদি আমরা এটা করতাম, তাহলে এটা সবচেয়ে বড় গোপনীয়তা লঙ্ঘন হতো, আর আমরা এমন কাজ করি না।”

মেটার বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। ২০১৬ সালেও কোম্পানি জানিয়েছিল, বিজ্ঞাপন দেখানোর জন্য ফোনের মাইক্রোফোন ব্যবহার করার প্রয়োজন নেই। সম্প্রতি মার্কিন কংগ্রেসেও মেটার সিইও মার্ক জাকারবার্গ বিষয়টি অস্বীকার করেছেন।

অ্যাডাম মসেরি ব্যাখ্যা দিয়েছেন, মেটা ব্যবহারকারীর বিভিন্ন ওয়েবসাইট ভিজিট, সামাজিক যোগাযোগ ও বহিরাগত কোম্পানির মাধ্যমে পাওয়া ডেটার ওপর নির্ভর করে ব্যবহারকারীর আগ্রহ বুঝে বিজ্ঞাপন দেখায়। তাই ফোনের মাইক্রোফোন দিয়ে কথোপকথন শোনার প্রয়োজন পড়ে না।

তিনি আরও বলেন, অনেক সময় ব্যবহারকারীরা কোনো পণ্য নিয়ে কথা বলেন বা ভাবেন, আর ইতিমধ্যে তারা সেই পণ্যের বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দেখতে পান। এতে মনে হতে পারে যেন ফোনে কথাই শোনা হচ্ছে, যা বাস্তবে শুধুই কাকতালীয় ঘটনা বা মনস্তাত্ত্বিক প্রভাব।

মসেরি শেষ করেন, যদি ফোনে গোপনে কথোপকথন শোনা হতো, তাহলে অবশ্যই ফোনের স্ক্রিনে রেকর্ডিং লাইট জ্বলত এবং ব্যাটারিও দ্রুত শেষ হত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে