ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

রাজধানীর রাস্তায় হঠাৎ হামলা, বাসে আগুন

২০২৫ অক্টোবর ০৩ ১১:৫০:৫৬
রাজধানীর রাস্তায় হঠাৎ হামলা, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় সকালবেলা চাঞ্চল্যকর এক হামলার ঘটনা ঘটেছে। আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে দুর্বৃত্তরা চালক ও সহকারীকে মারধর করে বাস থেকে নামিয়ে দেয়, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন ব্যক্তি হাতের ইশারা দিয়ে বাস থামায়। বাস থামানোর পর চালক ও হেলপারকে নির্মমভাবে মারধর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আতঙ্কে যাত্রীরাও বাস ছেড়ে পালিয়ে যান।

এরপর দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং বাসে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

বাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগে "নেছার" নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের উপর হামলা চালায়। আজকের হামলার সঙ্গেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে দাবি করছে তারা।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে