ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১১:৪৪:১৯
আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: আইফোন ১৪ এবং আইফোন ১৫ ব্যবহারকারীদের জন্য সুখবর দিল অ্যাপল। এই দুই মডেলের ব্যবহারকারীরা এখন ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন স্যাটেলাইট নির্ভর ইমার্জেন্সি SOS সুবিধা।

এই প্রযুক্তি মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি অবস্থায় বার্তা পাঠানোর সুযোগ দেয়। ফলে দুর্গম এলাকা বা দুর্ঘটনার সময় এটি জীবন রক্ষাকারী প্রযুক্তি হিসেবে কাজ করে।

২০২২ সালের নভেম্বরে প্রথম যুক্তরাষ্ট্রে চালু হয় এই সেবা। এরপর এটি চালু হয় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ ১৭টি দেশে।ব্যবহারকারী যখন মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকেন এবং জরুরি পরিস্থিতিতে পড়েন, তখন স্যাটেলাইটের মাধ্যমে তাদের অবস্থান ও বার্তা জরুরি সেবাদাতাদের কাছে পৌঁছে যায়।

শুরুতে অ্যাপল এ সেবা দুই বছরের জন্য ফ্রি দেয়। পরে আরও এক বছর বাড়ানো হয়। এবার আবার আরও এক বছরের জন্য সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত করা হলো।

বহু ব্যবহারকারী দুর্ঘটনায় পড়ার পর এই SOS ফিচার ব্যবহার করে উদ্ধার পেয়েছেন। এটি বিশেষভাবে কাজে আসে পাহাড়ি, জঙ্গল বা সমুদ্রপথে ভ্রমণের সময়, যেখানে নেটওয়ার্ক পাওয়া দুষ্কর।

সম্প্রতি উন্মোচন হওয়া Apple Watch Ultra 3-তেও স্যাটেলাইট SOS সংযোগ যুক্ত হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে অ্যাপলের আরও ডিভাইসে এই প্রযুক্তি যুক্ত হবে, যাতে ব্যবহারকারীরা যেকোনো জায়গা থেকেও সংযুক্ত থাকতে পারেন।

২০২৬ সালের পর এই সুবিধা ব্যবহারে খরচ কত হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি অ্যাপল। তবে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এটি সাবস্ক্রিপশন ভিত্তিক হতে পারে।

✔️ আইফোন ১৪ ও ১৫ ব্যবহারকারীদের জন্য স্যাটেলাইট SOS সেবা ফ্রি

✔️ মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত

✔️ কোনো নেটওয়ার্ক না থাকলেও SOS পাঠানো সম্ভব

✔️ ১৭টি দেশে এই সুবিধা চালু

✔️ ভবিষ্যতে খরচ সংক্রান্ত তথ্য অজানা

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে