ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

দুর্গা বিসর্জনে ‘ফ্রি প্যালেস্টাইন’—কক্সবাজারে আবেগঘন মুহূর্ত

২০২৫ অক্টোবর ০৩ ১১:২৫:০৩
দুর্গা বিসর্জনে ‘ফ্রি প্যালেস্টাইন’—কক্সবাজারে আবেগঘন মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। বিদায় উৎসবের ঢেউয়ের মধ্যেই ভেসে উঠল ‘ফিলিস্তিন মুক্তির’ বার্তা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে কক্সবাজারের লাবণী পয়েন্টে আয়োজিত সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেয় হাজারো পূজার্তক। কিন্তু এবারের বিদায়ে শুধু দেবী দুর্গার প্রতিমাই নয়, সমবেদনার বার্তাও ছড়িয়ে দেন কক্সবাজারের একদল তরুণ-তরুণী।

তাদের হাতে ছিল প্ল্যাকার্ড— “বিজয়ার শুভেচ্ছা, ফ্রি প্যালেস্টাইন।” তারা জানান, উৎসবের আনন্দে গাজার নির্যাতিত মানুষের কথা ভুলে যাওয়া যায় না।

চার দিনের পূজা শেষে পঞ্চম দিনে দেবী দুর্গাকে বিদায় জানানো হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ্য-বাজনা ও পূজার্চনার মধ্য দিয়ে। লাবণী পয়েন্টে খোলা মঞ্চে আয়োজিত বিসর্জন অনুষ্ঠানে অংশ নেয় জেলার বিভিন্ন মণ্ডপের হাজার হাজার ভক্ত।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, “কক্সবাজার ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে সবাই মিলে উৎসব করে, ভালোবাসা ভাগ করে নেয়।”

এ বছর পূজায় প্রশাসনের কড়া নিরাপত্তা এবং স্থানীয় জনগণের আন্তরিকতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে