ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ধানমন্ডি-৩২ তে নাশকতার পরিকল্পনা ফাঁস

২০২৫ অক্টোবর ০৩ ১১:০১:১২
ধানমন্ডি-৩২ তে নাশকতার পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডি-৩২ এ লাখো মানুষ জড়ো করার পরিকল্পনা ফাঁস, পুলিশের অভিযান থামালো হামলা—গোয়েন্দা তথ্য অনুযায়ী ২০-২৫ হাজার লোক জড়ো করার ছক ছিল

পুলিশ ও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় ২০–২৫ হাজার লোক এক ঘণ্টার মধ্যে জড়ো করার পরিকল্পনা রাখা ছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে গত কিছু দিন ধরে এমন ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একাধিক সন্দেহভাজন গ্রেফতার হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত একটি গোষ্ঠী দেশি-বিদেশি অনুকূলকর্তাদের সঙ্গে সমন্বয় করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের লক্ষ্য ছিল—অন্তর্বর্তী সরকারকে উৎখাত করা, আইনশৃঙ্খলা ভাঙা এবং বড় ধরনের জনগণসমাগম ও হঠাৎ ঝটিকা মিছিলের মাধ্যমে রাজধানী ঘিরে আক্রোশ সৃজন করা।

পুলিশ সূত্র জানায়, পরিকল্পনাটি চালানো হচ্ছিল ভারতে অবস্থানরত দলের কোর গ্রুপের নির্দেশনা থেকে; সমগ্র দেশে দল, যুবসংগঠন ও ছাত্রসংগঠনের সহায়তায় নেতাকর্মীরা নাশক পন্থা প্রস্তুত করছিল। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে; বাকি সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে।

ঢাকার এক উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তা যুগান্তরকে বলেন, ২৪ সেপ্টেম্বর গণজমায়েতের চেষ্টা প্রতিহত করে ২৪৪ জন গ্রেফতার করা হয়। এদিন গ্রিন রোড থেকে পান্থপথ হয়ে ধানমন্ডি-৩২ তে ঢুকিয়ে টানুর মতো শাপলা চত্বরে ২০–২৫ হাজার জনকে জমায়েত করে রাখা হতো—যা পুলিশি তৎপর্যে ব্যর্থ হয়েছে।

উচ্চ কর্মকর্তা আরো জানান, পুলিশের ভেতরে কিছু কর্মকর্তা তথ্য ফাঁস করার ঘটনার অভিযোগ রয়েছে; এসব কারণেই নিজেরাই কাউন্টার-ইন্টেলিজেন্স কোর টিম গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সাইবার ইউনিটও নজরদারি বাড়িয়েছে কারণ পরিকল্পনাকারীরা অনলাইন মাধ্যমে সমন্বয় ও প্রচারণায় সক্রিয় ছিল।

পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, “পরাজিত শক্তি নানাভাবে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে; দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসবকেও ব্যবহার করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার ছক রয়েছে।” ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “কোনো সন্ত্রাসবিরোধী অপরাধ হলে কাউকেই ছাড় দেয়া হবে না।”

প্রতিবেদন বলছে, পুলিশের মাঠকর্মীদের অনুকূলে রাখার লক্ষ্যে নিয়মিত নির্দেশনা, হোয়াটসঅ্যাপে নির্দেশনা, জরুরি জুম মিটিং ও মাঠ পর্যায়ের তদারকি গুরুত্ব দিয়ে চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে