ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ফ্লোটিলা অভিযানে শহিদুল আলম জানালেন সর্বশেষ অবস্থা 

২০২৫ অক্টোবর ০৩ ১০:৩৬:০৫
ফ্লোটিলা অভিযানে শহিদুল আলম জানালেন সর্বশেষ অবস্থা 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি আলোকচিত্রী ও ‘দৃক’-এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন, গাজার উদ্দেশে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে অংশ নিয়ে তিনি এখন “গাজার খুব কাছাকাছি” অবস্থানে রয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তিনি দুটি ভিডিও বার্তা দেন।প্রথমটি সন্ধ্যা ৭:৩০টায়, যেখানে তিনি জানান যে উত্তাল সমুদ্রের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

দ্বিতীয় ভিডিওটি রাত ১০টার দিকে, জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য দেখিয়ে তিনি জানান, গাজার কাছাকাছি পৌঁছে গেছেন, এবং এখন সুস্থ আছেন।

ভিডিওতে হাস্যোজ্জ্বল শহিদুলকে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি বলেন,"আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স আছেন, চিকিৎসাসেবা পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা ভালো লেগেছে।"

তিনি আরও উল্লেখ করেন, অনেকেই তার খোঁজ নিয়েছেন, কিন্তু সবার বার্তার জবাব দিতে না পারায় দুঃখিত।

ভিডিওর ক্যাপশনে তিনি তার ভাগ্নী মাওলির একটি মন্তব্য তুলে ধরেন—"আমার ভাগ্নী বলত, আমি একজন 'ডাম্রা কুইন'। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।"

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক মানবিক ত্রাণ মিশন, যা গাজার অবরুদ্ধ মানুষের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ। এতে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

এদিকে, ইসরায়েল দাবি করেছে তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে, যদিও এই দাবির যথার্থতা নিয়ে সন্দেহ রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে