ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংককে সতর্ক করল Team MS 47OX

২০২৫ অক্টোবর ০৩ ১০:২৯:০২
ইসলামী ব্যাংককে সতর্ক করল Team MS 47OX

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

৩ অক্টোবর (শুক্রবার) ভোর ৫:৪২ মিনিটে হ্যাকার গ্রুপ নিজেরাই পেজে একটি পোস্ট দিয়ে হ্যাকের বিষয়টি নিশ্চিত করে। তারা নিজেদের নাম প্রকাশ করে “Team MS 47OX”, এবং সেখানে হুমকিস্বরূপ লেখা হয়— ব্যাংকের কার্যক্রম নজরদারিতে রয়েছে, এবং শিগগিরই ফেসবুক পেজ ও ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হবে।

পেজে ঢুকে দেখা যায়, নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হ্যাকারদের লোগো বা ছবি বসানো হয়েছে। একই সঙ্গে কিছু অস্বাভাবিক পোস্টও দেখা যায়, যা অনেক গ্রাহকের নজরে আসে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ব্যাংকের আইটি বিভাগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা অন্যান্য ডিজিটাল সেবায় কোনো প্রতিক্রিয়া বা সমস্যা হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে