ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নেপালে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

২০২৫ সেপ্টেম্বর ১৩ ০০:১৭:০৯
নেপালে প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের মাত্র তিন দিনের মধ্যে দেশটি নতুন নেতৃত্ব পেল। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এবং নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ গ্রহণ করেন, যা সংবাদসংস্থা এএফপি নিশ্চিত করেছে।

নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বলেন, “সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সময় রাত ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।”

সাবেক প্রধান বিচারপতি কার্কির অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া সহজ ছিল না। প্রেসিডেন্টের সঙ্গে তার একাধিক মতবিরোধ দেখা দেয়, বিশেষত সংসদ ভাঙার ক্ষমতা নিয়ন্ত্রণ ও দায়িত্বের বিষয়ে। তবে এখন তাঁর সরকারের মূল কাজ নির্বাচন আয়োজন এবং ৮ ও ৯ সেপ্টেম্বর জেন-জি প্রজন্মের আন্দোলনের সময় সংঘটিত ঘটনার তদন্ত, দুর্নীতি ও নেতাদের সম্পত্তি খতিয়ে দেখা।

দেশে পরিস্থিতি অস্থির থাকায় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো মোতায়েন করা হয়েছে। সেনাপ্রধান সতর্ক করে জানিয়েছেন, “সিদ্ধান্ত এবং কর্তৃত্ব ছাড়া দীর্ঘদিন সেনাবাহিনী রাস্তায় রাখা সম্ভব নয়। দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

জেন-জি প্রজন্মের ছাত্র-জনতার প্রতিবাদের কারণে গত ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দেন। ওইদিন সকালে ছাত্রদের আগুন লাগানোর ঘটনা ঘটে তার বাসভবনসহ প্রেসিডেন্টের বাসভবন ও একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে। ৮ সেপ্টেম্বর বিক্ষোভের সময় পুলিশের গুলি চালায়; এতে অন্তত ১৯ জন নিহত হন। ধারাবাহিক বিক্ষোভের ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। এরপর সরকার সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নি। পদত্যাগের পরও এ ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জন।

নেপালে রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের কারণে নতুন প্রধানমন্ত্রী কার্কির দায়িত্ব এখন চরম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন আয়োজনের পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে তার পদক্ষেপকে সকলের নজর থাকছে।

সিরাগ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে