ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৮:২৩:১৮
সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক : নেপালে বিক্ষোভের আগুনে দেশটির সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু হয়নি, তবে তার শারীরিক অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংশোধিত তথ্যে এমনটি জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

মঙ্গলবার নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকরের মৃত্যুর খবর জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। সেই তথ্য প্রচার করে আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা এবং গণমাধ্যমও। তবে বৃহস্পতিবার সংশোধিত তথ্য জানানো হয়, রাজ্যলক্ষী বেঁচে আছেন। তবে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

দুই দিন আগে কাঠমান্ডুতে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় ভেতরে আটকা পড়েন খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকর। বাড়ির ভেতরে থাকা অবস্থায় চিত্রকর অগ্নিদগ্ধ হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে