ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এনবিআরের জালে ধরা সাবেক বিএফআইইউ প্রধান

২০২৫ সেপ্টেম্বর ১২ ১০:৫৮:৪৬
এনবিআরের জালে ধরা সাবেক বিএফআইইউ প্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সদ্য বরখাস্ত হওয়া প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

তাদের অনুসন্ধানে জানা গেছে, শাহীনুল ইসলাম কানাডায় মেয়ের নামে ১ কোটি ১১ লাখ টাকার বেশি অর্থ স্থানান্তর করেছেন। অথচ কর নথিতে তিনি কেবল ১০ লাখ টাকা প্রেরণের তথ্য দেখিয়েছেন।

এনবিআরের অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে, তার একাধিক ব্যাংক হিসাব, মোবাইল ফিন্যান্সিয়াল সেবা (বিকাশ, রকেট), এবং ক্রেডিট কার্ডে কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে, যা কর নথিতে অপ্রকাশিত। ২০ লাখ টাকার একটি এফডিআর-ও গোপন রাখার প্রমাণ মিলেছে।

এছাড়া, সম্পত্তি ক্রয়েও গড়মিল পাওয়া গেছে। স্ত্রী সুমা ইসলামের নামে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি ১,১০৫ বর্গফুটের ফ্ল্যাট মাত্র ৩১ লাখ টাকায় কেনা হয়েছে বলে দলিলে উল্লেখ আছে, যদিও এর প্রকৃত মূল্য প্রায় ৭১ লাখ টাকা। সুমা ইসলামের নিজস্ব কোনো বৈধ আয় নেই এবং তিনি কখনো আয়কর রিটার্ন দাখিল করেননি।

শাহীনুল ইসলাম যে ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সেটিও তার শ্বশুর আলাউদ্দিন খানের নামে। দলিলে এর মূল্য দেখানো হয়েছে ৪ লাখ টাকা, যদিও বাস্তবে সেটির বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। আলাউদ্দিন খানও করদাতা নন।

আয়কর গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তার সম্পদ ও লেনদেনের তথ্যের সঙ্গে কর ফাইলের বিরাট অমিল রয়েছে। কর ফাঁকি ও অবৈধ অর্থপাচারের শক্ত প্রমাণ পাওয়া গেছে।”

প্রসঙ্গত, সম্প্রতি একটি ভিডিও কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ ব্যাংক শাহীনুল ইসলামকে ছুটিতে পাঠায়। পরে গত ৮ সেপ্টেম্বর তার বিএফআইইউ প্রধান পদে নিয়োগ বাতিল করে সরকার।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে