ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

কুড়িগ্রামের আলোচিত সেই ডিসি অবশেষে জামিনে মুক্ত

২০২৫ সেপ্টেম্বর ১১ ২১:৩৪:১৯
কুড়িগ্রামের আলোচিত সেই ডিসি অবশেষে জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি কুড়িগ্রাম কারাগার থেকে বের হন।

কারাগারের জেলার এজি মাহমুদ জানান, সন্ধ্যা ছয়টার দিকে সুলতানা পারভীন আনুষ্ঠানিকভাবে মুক্তি পান।

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম সাংবাদিক নির্যাতন মামলায় সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২০২০ সালের ১৩ মার্চ রাতের গভীরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে চোখ বেঁধে তুলে এনে জেলা প্রশাসনের তৎকালীন কর্মকর্তারা—আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা—নির্মমভাবে নির্যাতন করেন এবং ‘ক্রসফায়ারের’ হুমকি দেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে রাতেই ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সারা দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান ২০২০ সালের ৩১ মার্চ কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। সেখানে তিনি সাবেক ডিসি সুলতানা পারভীনকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন।

সম্প্রতি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। এরপর স্থায়ী জামিনের জন্য তিনি গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশেষে বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পেলেন।

কুড়িগ্রামে সাংবাদিককে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন জামিনে মুক্তি পেয়েছেন। কারাগারে নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি কুড়িগ্রাম কারাগার থেকে বের হন।

কারাগারের জেলার এজি মাহমুদ জানান, সন্ধ্যা ছয়টার দিকে সুলতানা পারভীন আনুষ্ঠানিকভাবে মুক্তি পান।

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম সাংবাদিক নির্যাতন মামলায় সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ২০২০ সালের ১৩ মার্চ রাতের গভীরে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, তাকে চোখ বেঁধে তুলে এনে জেলা প্রশাসনের তৎকালীন কর্মকর্তারা—আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা—নির্মমভাবে নির্যাতন করেন এবং ‘ক্রসফায়ারের’ হুমকি দেন।

পরবর্তীতে তার বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগ এনে রাতেই ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সারা দেশে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম রিগান ২০২০ সালের ৩১ মার্চ কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। সেখানে তিনি সাবেক ডিসি সুলতানা পারভীনকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন।

সম্প্রতি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। এরপর স্থায়ী জামিনের জন্য তিনি গত মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশেষে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি জামিনে মুক্তি পেলেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে