ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারি: সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব

২০২৫ সেপ্টেম্বর ১১ ২১:২০:১৮
ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারি: সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: বিধি ভঙ্গ করে রাজধানীর ধানমন্ডি ৬/১ নম্বর ঠিকানায় ফ্ল্যাট বরাদ্দের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সাবেক দুই কমিশনার ও সচিব পর্যায়ের মোট ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তলবকৃতদের তালিকা

দুদক জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, সাবেক কমিশনার জহরুল হক, সাবেক সচিব মো. ইউনুসুর রহমান ও সাবেক সচিব এম এ কাদেরকে তলব করা হয়েছে।পরের দিন ১৮ সেপ্টেম্বর তলব হয়েছেন আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান ড. এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ এবং সাবেক সচিব মো. সিরাজুল হক খান।আর ২১ সেপ্টেম্বর হাজির হতে হবে সাবেক রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সচিব মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুককে।

অভিযোগের পটভূমি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত ১৪ তলা ভবনের ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০ শতাংশ (১২টি) সরকারি কোটায় এবং ৪০ শতাংশ (৬টি) বেসরকারি কোটায় বরাদ্দ হওয়ার কথা ছিল। কিন্তু নীতিমালা ভঙ্গ করে সচিব পর্যায়ের কর্মকর্তাদের উচ্চমূল্যের এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে নেওয়ার ঘটনায় জড়িত থাকা সচিব পর্যায়ের ওই কর্মকর্তাদের পুরস্কারস্বরূপ ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল।

জমি ও বরাদ্দের অনিয়ম

ধানমন্ডি-৬ এলাকার ৬৩ নম্বর প্লটটি মূলত সরকারি খাস জমি। জমিটির বাজারমূল্য অত্যন্ত বেশি হওয়ায় এটি বিশেষভাবে নজরকাড়া। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জমিটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে হস্তান্তর করে সেখানে ভবন নির্মাণ করা হয়।

ভবনটিতে দুটি ডুপ্লেক্স ফ্ল্যাটসহ মোট ১৪ তলা নির্মিত হয়, যার নিচতলায় দুই স্তরের গাড়ি পার্কিং রয়েছে। ডুপ্লেক্স দুটি বরাদ্দ পান দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহরুল হক। বাকি ১০টি ফ্ল্যাট বরাদ্দ হয় সচিব পর্যায়ের অন্য কর্মকর্তাদের নামে।

গত জুলাই মাসে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। তদন্ত শেষে বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়মের তথ্য হাতে পায় সংস্থাটি।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে