ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

৮ মাস চুপ থাকার পর অবশেষে সব বললেন সাফা কবির

২০২৫ সেপ্টেম্বর ১১ ১২:৪৮:২৫
৮ মাস চুপ থাকার পর অবশেষে সব বললেন সাফা কবির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তাঁর নাম একসময় মডেলিং, অভিনয় আর ওয়েব সিরিজে আধুনিক নারীর প্রতিচ্ছবি হিসেবে আলোচিত ছিল। কিন্তু ২০২৪ সালে একটি মাদককাণ্ডের বিতর্কিত খবরে তাঁর নাম উঠে এলে—সবকিছু বদলে যেতে শুরু করে। সেই সময় সাফা ছিলেন নীরব। অবশেষে দীর্ঘ আট মাস পর এই অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি।

সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অতিথি হয়ে এসে সাফা বলেন:“নিউজটি দেখার পর আমি শকড হয়ে যাই। এটা কী হচ্ছে? আমি নিজেই জানি না কিছু, অথচ খবর হয়ে গেল। এই নিউজগুলো কোনোভাবে যাচাই করা হয়নি, অথচ জীবন থেমে গেল।”

তিনি বলেন, এ ধরনের অনভিপ্রেত গুজব ও যাচাইহীন খবর কেবল একজন শিল্পীর ক্যারিয়ার নয়, তার পরিবার, মানসিক স্বাস্থ্য, সমাজে গ্রহণযোগ্যতা—সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে দেয়।

সাফা বলেন, ওই মাদককাণ্ডের খবরে নাম জড়ানোর পরপরই একাধিক ব্র্যান্ড এবং সিনিয়র সহ-শিল্পীরা তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানান।

“রোববার আমার একটা ব্র্যান্ড ডিল হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার খবর বের হলো, রোববার তারা বলল চুক্তি বাতিল। আমি কাকে বোঝাব যে আমি নির্দোষ? আমার তো কিছু প্রমাণ ছিল না, শুধু মুখে বলেছি আমি কিছু করিনি।”

এই সময়টাতে তিনি নিজের কাছের মানুষদের থেকেও কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন, যা মানসিকভাবে তাঁকে ভেঙে দেয়।

সাফা বিশ্বাস করেন, সামাজিক মাধ্যমে দায়িত্বহীন আচরণ এবং 'হুজুগে বিচার' আমাদের সমাজকে হিংস্র করে তুলেছে।

“একটা মেয়ে মাদকে জড়িত—এই ট্যাগটা দিয়ে দিলাম। তারপর কেউ খোঁজ নিল না। আমরা হুজুগে বিশ্বাস করি, অথচ ভাবি না এই একটা খবর কারও পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।”

তিনি আরও বলেন, “মিডিয়াতে এমনিতেই অনেক স্টিরিওটাইপ আছে। এই ধরনের খবর আমাদের মা–বাবারাও ভাবতে শুরু করেন যে এই ইন্ডাস্ট্রি নিরাপদ নয়।”

এই কঠিন সময়ে কিছু সহকর্মী বন্ধু পাশে দাঁড়ান—এটাই ছিল তাঁর একমাত্র ভরসা।

“তৌসিফ মাহবুব প্রথম বলেছিল—আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান পাশে ছিল। সিয়ামও মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। ওই সময় এসব না থাকলে হয়তো আমি হেরে যেতাম।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে