ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন মন্ত্রীরা

২০২৫ সেপ্টেম্বর ১১ ০৮:৩০:২৯
হেলিকপ্টারের দড়িতে ঝুলে প্রাণে বাঁচলেন মন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক: নেপালে জেন-জি প্রজন্মের নেতৃত্বে সহিংস সরকারবিরোধী আন্দোলনের সময় একাধিক মন্ত্রী, এমপি ও সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের আক্রমণের শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ঝুলন্ত রেসকিউ দড়ি আঁকড়ে প্রাণে বাঁচছেন।

মঙ্গলবার বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ শীর্ষ রাজনীতিকদের বাড়িতে হামলা চালায়। এর পরই সামরিক হেলিকপ্টারে তাদের উদ্ধার করা হয়। ভিডিওতে অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় মারধর এবং পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বিক্ষোভকারীদের হাতে লাঞ্ছিত হতে দেখা যায়।

বিক্ষোভের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে, যা পরে বড় ধরনের সহিংসতায় রূপ নেয়। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে সংকট আরও গভীর হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে