ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এবার পদত্যাগ করলেন আলোচিত বিচারপতি!

২০২৫ সেপ্টেম্বর ১২ ১২:১৫:০২
এবার পদত্যাগ করলেন আলোচিত বিচারপতি!

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, বিচারপতি আক্তারুজ্জামান ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে সেটি গৃহীত হয়।

এর আগে, ৩১ আগস্ট অনিয়মের অভিযোগের মুখে বিচারপতি আক্তারুজ্জামানকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়। ছুটিতে পাঠানোর পর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, বিচারপতি আক্তারুজ্জামান আলোচনায় আসেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দণ্ড দেওয়ার ঘটনায়। সে সময় তিনি ঢাকার বিশেষ জজ আদালতে দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। অভিযোগ ছিল, তারা তৎকালীন সরকারের সুবিধাভোগী হিসেবে অনিয়মে জড়িত ছিলেন।

এই ১২ বিচারপতির নাম:

নাইমা হায়দার

শেখ হাসান আরিফ

আশীষ রঞ্জন দাস

মোহাম্মদ খুরশীদ আলম সরকার

এস এম মনিরুজ্জামান

আতাউর রহমান খান

শাহেদ নূর উদ্দিন

মো. আক্তারুজ্জামান

মো. আমিনুল ইসলাম

এস এম মাসুদ হোসেন দোলন

খিজির হায়াত

খোন্দকার দিলীরুজ্জামান

এরপর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শুরু করে। আপিল বিভাগের দুই জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের শেষদিকে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর বিচারপতিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে বিচারিক কার্যক্রম আবারও শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এর অংশ হিসেবে বিচারপতি আক্তারুজ্জামানের বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় এবং এরপরই আসে তার পদত্যাগ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে