ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবারও রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৬:৫০:১৬
আবারও রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িলে আবারও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। চলতি মাসের শুরুতেও বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছিল।

তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আশ্বাস অনুযায়ী কোন ফলাফল না পেয়ে শ্রমিকরা পুনরায় সড়কে অবস্থান নেন। এতে কুড়িল এলাকার উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা সাধারণ মানুষের জন্য বিশাল ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

ট্রাফিক বিভাগ জানায়, বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মী ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে রেখেছে। ফলে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি চলাচল করতে পারছে না।

একই সঙ্গে এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের উভয় দিকের রাস্তা প্রায় ২০০ শ্রমিক বন্ধ করে রেখেছে, যা যানজটকে আরো জটিল করে তুলেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে