ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে’

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৮:২৯:২১
‘মুখ আছে, যা ইচ্ছে বলতে পারে’

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মন্তব্য করে একপ্রকার অবজ্ঞাই করেছেন—এমনটা মনে করছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে ‍তানজিম হাসান সাকিবের জবাব ছিল দৃঢ়, আত্মবিশ্বাসী এবং খানিকটা খোঁচামূলকও।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে অশ্বিন বলেন:“আমরা তো বাংলাদেশ নিয়ে একটুও কথা বলি না। কারণ ওদের নিয়ে বলার মতো কিছু নেই।”

এই বক্তব্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্বিনকে কটাক্ষ করে প্রতিক্রিয়া জানান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব। সাংবাদিকদের প্রশ্নে অশ্বিনের মন্তব্য নিয়ে বলেন:

“আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারবো। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই।”

এই বক্তব্যের মাধ্যমে তানজিম বোঝাতে চেয়েছেন, অশ্বিন এখন আর ভারতের জাতীয় দলের চুক্তিভুক্ত ক্রিকেটার নন। তাই তার মন্তব্যের গুরুত্ব কতটা—সেটাও প্রশ্নসাপেক্ষ।

তানজিম আরও বলেন:“কে কী বললো না বললো, এগুলোয় আসলে কিছু আসে–যায় না। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি। এখানে (এশিয়া কাপে) একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা খেলবো। এখন আমাদের বড় দল বললো, ছোট দল বললো—ওটা আসলে দেখার কোনো সময়ই নেই।”

তার জবাব থেকে পরিষ্কার, বাংলাদেশ দল বাইরের আলোচনা-সমালোচনায় নয়, বরং মাঠের পারফরম্যান্সেই বিশ্বাস রাখছে।

বাংলাদেশ এশিয়া কাপে এর আগে তিনবার ফাইনাল খেলেছে—তবে শিরোপা অধরাই থেকে গেছে। এই পরিপ্রেক্ষিতে উপমহাদেশের বড় দলগুলো মাঝেমধ্যে টাইগারদের ব্যঙ্গ করে মন্তব্য করে থাকে। তবে সময়ের সঙ্গে বাংলাদেশের পারফরম্যান্স ও দলীয় কাঠামো উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে