ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে শিক্ষিকার মৃত্যু

২০২৫ সেপ্টেম্বর ১২ ১০:৫২:১৫
জাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন এবং নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যান। তবে কার্যালয়ের প্রবেশদ্বারে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাঁকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরও লাইন ধরে থাকা ভোটাররা ভোট প্রদান করেন। ভোট শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে আনা হয় এবং রাত ১০টা ১৫ মিনিটে ভোট গণনা শুরু হয়, যা সারা রাত ধরে চলে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে