ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঘটনার ৩ দিন পর মোনামিকে নিয়ে মুখ খুললেন হামিম

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৫:৩৫:৪৯
ঘটনার ৩ দিন পর মোনামিকে নিয়ে মুখ খুললেন হামিম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামিম সম্প্রতি আলোচনায় এসেছেন এক বিতর্কিত ঘটনার কারণে।

নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) ফল প্রকাশের পর, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হামিম। শিক্ষক মোনামি নিরাপত্তা তদারকি করছিলেন, তখনই উত্তেজিত পরিস্থিতিতে হামিম বলেন:“আপনি পদত্যাগ করলে আমার কী?”

এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঘটনার কয়েক দিন পর, বৃহস্পতিবার রাতে ইউটিউব চ্যানেল ‘Face The People’-এ প্রকাশিত এক আলোচনায় তানভীর বারী হামিম ও শিক্ষক মোনামি সরাসরি মুখোমুখি হন।

হামিম সেখানে বলেন:“ঘটনার সময় ম্যাম প্রশাসনিক দায়িত্বে ছিলেন। আমি তাঁকে শিক্ষক হিসেবে নয়, প্রশাসক হিসেবে প্রতিবাদ জানিয়েছিলাম। তবে সেটি করলেও আমার ভাষা ও ভঙ্গি শিক্ষার্থীর মতো হয়নি। আমি এ নিয়ে সব সময়ই দুঃখবোধ করেছি। কারণ, সবকিছুর আগে তিনি আমার শিক্ষক।”

তিনি আরও বলেন, বিষয়টি কোনো ব্যক্তিগত রাগ বা পক্ষপাতের বিরুদ্ধে নয়, বরং সারাদিন ধরে চলা অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ হিসেবে ঘটেছিল।

ঘটনার পর শিক্ষক শেহরীন আমিন মোনামিকে নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কটূক্তি শুরু হয়। অনেকে তাঁকে "শিবির" ট্যাগ দিয়ে টার্গেটও করেন।

তানভীর হামিম এ বিষয়ে বলেন:“ম্যামকে নিয়ে যদি কেউ আজেবাজে কথা বলে থাকে, এবং যদি প্রমাণ থাকে যে তারা ছাত্রদলের কেউ, তাহলে আমি নিজে সাংগঠনিক ব্যবস্থা নেব। এমনকি প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে