ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডাকসুতে শিবিরের প্যানেল জেতার কারণ জানালেন মির্জা গালিব 

২০২৫ সেপ্টেম্বর ১১ ১২:৩৫:০২
ডাকসুতে শিবিরের প্যানেল জেতার কারণ জানালেন মির্জা গালিব 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিস্ময়কর বিজয় শুধু একটি সংগঠনের নয়, বরং বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অভিপ্রায় এবং মূল্যবোধে পরিবর্তনের একটি পরিষ্কার ইঙ্গিত বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

ড. গালিব মনে করেন, গত জুলাই মাসে অনুষ্ঠিত হওয়া ছাত্র-জনতার গণআন্দোলন ছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক মোড়। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন সাদিক কায়েম, যিনি পরবর্তীতে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন।

“এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক ‘জেনারেশনাল আকাঙ্ক্ষা’র বহিঃপ্রকাশ ঘটেছে,” — বলেন গালিব।

তিনি বলেন, বর্তমান তরুণ সমাজ অতীতের পরিসংখ্যান বা ‘মুক্তিযুদ্ধ বনাম যুদ্ধাপরাধী’—এই ক্লিশে রাজনীতিতে আর আগ্রহী নয়। বরং তারা এখন খোঁজে—অধিকার, নাগরিকতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি।

ড. গালিবের ভাষ্য অনুযায়ী, ছাত্রশিবির তাদের অতীত ঘেরাটোপ থেকে বের হয়ে একটি সংগঠিত, অংশগ্রহণমূলক ও আধুনিক কৌশলে সাজানো দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।এই পরিবর্তনের বড় দিক ছিল—নির্বাচন পরিচালনায় বহুমতের শিক্ষার্থী, বিভিন্ন ধর্ম-বর্ণের প্রতিনিধি এবং ইনক্লুসিভ পদ্ধতির ব্যবহার।

“এই নেতৃত্ব এবং কৌশলগত শুদ্ধিকরণ সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবিরকে গ্রহণযোগ্য করে তুলেছে,” বলেন গালিব।

তিনি জানান, নতুন প্রজন্ম ‘মুক্তিযুদ্ধের চেতনা’, ‘ধর্মনিরপেক্ষতা’ বা ‘জাতীয়তাবাদের’ নামে বিভাজন সৃষ্টিকারী রাজনীতি আর চায় না। তারা বরং এমন নেতৃত্ব চায় যারা কর্মক্ষম, মেধাবী এবং ফলপ্রসূ ভিশন উপস্থাপন করতে পারে।

ড. মির্জা গালিব উল্লেখ করেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জামায়াত-শিবিরের রাজনীতিতে এক প্রকার নরম-কঠোর মিশ্রণ এবং বাস্তববাদী কৌশলের ইঙ্গিত মিলছে।

“তাদের রাজনীতিতে এখন কিছু নতুন ধারা ও ফোকাস এসেছে—যা হয়তো ভবিষ্যতের রাজনীতিকে নতুন রূপরেখা দিতে পারে।”

ড. গালিব ভবিষ্যদ্বাণী করেন, আগামী দিনে রাজনীতিতে সফল হতে হলে কেবল প্রতিপক্ষকে গালাগাল করে চলবে না।“যোগ্যতা, প্রতিযোগিতা, ভবিষ্যৎ চিন্তা এবং বাস্তবভিত্তিক নীতিই রাজনীতির মূল হাতিয়ার হয়ে উঠবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে