ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সপ্তাহের সেরা রিটার্ন 'বি' ক্যাটাগরির ৪ কোম্পানির

২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৯:০৫:১০
সপ্তাহের সেরা রিটার্ন 'বি' ক্যাটাগরির ৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (৩১ আগস্ট--৪ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তুলনামূলক কম মৌলভিত্তির 'বি' ক্যাটাগরির চারটি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য বড় মুনাফা বয়ে এনেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইনটেক অনলাইন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস কেবলস এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। স্টকনাও এ তথ্য জানিয়েছে।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনটেক অনলাইনের। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬০.৬৪ শতাংশ, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এরপর রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ারের দাম বেড়েছে ২৬.৯৭ শতাংশ। এই দুই কোম্পানি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে বিবিএস কেবলসের দর বেড়েছে ১৮.৯৭ শতাংশ এবং খান ব্রাদার্স এর দর বেড়েছে ১৮.৩৬ শতাংশ। এই দুটি কোম্পানি যথাক্রমে ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৯ম ও ১০ম স্থানে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের আকস্মিক উত্থান বিনিয়োগকারীদের জন্য যেমন সুযোগ তৈরি করে, তেমনি ঝুঁকিও বাড়িয়ে দেয়। সাধারণত 'বি' ক্যাটাগরির কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি ততটা শক্তিশালী হয় না। তাই কেবল দর বৃদ্ধির ওপর ভিত্তি করে বিনিয়োগ করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাময়িক মুনাফায় সন্তুষ্ট হলেও বিনিয়োগকারীদের সতর্ক থাকা প্রয়োজন। যদিও মৌলভিত্তি শক্তিশালী কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সাধারণত নিরাপদ, তবে 'বি' ক্যাটাগরির কোম্পানিগুলোতে এই ধরনের হঠাৎ দর বৃদ্ধি স্বল্পমেয়াদি লেনদেন বাড়াতে পারে। এর ফলে বাজারের সার্বিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থেকে যায়।

তবে, বিদায়ী সপ্তাহে এই চারটি শেয়ারের ধারাবাহিক মূল্যবৃদ্ধি শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এতে নতুন করে আস্থা ফিরে পাচ্ছেন। এখন দেখার বিষয়, বাজারের এই ইতিবাচক ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকে কি না।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে