ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ডিভিডেন্ড অনুমোদন করেছে ফু-ওয়াং সিরামিক

২০২৫ ডিসেম্বর ৩০ ২০:৩৭:৪৪
ডিভিডেন্ড অনুমোদন করেছে ফু-ওয়াং সিরামিক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে তাদের ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে গুলশান স্যুটিং ক্লাব (৩য় তলা), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান নারায়ন রায়, এফসিএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে কোম্পানিটি।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং অন্যান্য অ্যাজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সাইদ রেজারাজ আহম্মদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী এবং কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার। সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে