ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রুমিন ফারহানাসহ বিএনপি'র ৯ নেতাকে স্থায়ী বহিস্কার

২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:৫৪:৩২
রুমিন ফারহানাসহ বিএনপি'র ৯ নেতাকে স্থায়ী বহিস্কার

নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাও।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের খবর নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার কারণে নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন:

জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরিস্টার রুমিন ফারহানা

জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল স্তরের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি সতর্ক বার্তা দিয়েছে যে দলীয় নীতি ও সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে