ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না’

২০২৫ ডিসেম্বর ৩০ ১৭:৫৯:৫৭
‘আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না’

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র বার্তা দিয়েছেন। অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং ভোটার তালিকা সংশোধন ইস্যুতে তিনি বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না।” যদিও সরাসরি নাম নেননি, রাজনৈতিক মহলের মতে মন্তব্যটি অমিত শাহকে উদ্দেশ্য করেই করা।

এর আগে কলকাতায় সাংবাদিক বৈঠকে অমিত শাহ অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার বিএসএফের জন্য সীমান্তে জমি দিচ্ছে না, যার ফলে অনুপ্রবেশ বাড়ছে। এই মন্তব্যের জবাবে মমতা বলেন, উন্নয়ন প্রকল্পের জন্য রাজ্য যথাযথভাবে জমি দিয়েছে, তবে রাজনৈতিক উদ্দেশ্যে ভুল অভিযোগ আনা হচ্ছে।

মুখ্যমন্ত্রী কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শুধু বাংলাতেই কি অনুপ্রবেশ হয়? কাশ্মীরে কেন হয়নি?” পাশাপাশি পেহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে দায়ী করেন। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে তিনি অভিযোগ করেন, প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম এআই-ভিত্তিক স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় কেটে দেওয়া হয়েছে।

মমতার ভাষ্য, বিজেপি রাজ্যগুলিতে বাংলাভাষীদের উপর নির্যাতন চালাচ্ছে, বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। তিনি বলেন, “বাংলার মানুষ এই অপমান মেনে নেবে না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে