ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের ফেরার ছবিতে নজর কাড়ল মেয়ের হাতে থাকা বই

২০২৫ ডিসেম্বর ২৫ ১১:৩৭:১২
তারেক রহমানের ফেরার ছবিতে নজর কাড়ল মেয়ের হাতে থাকা বই

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তোলা তাদের পারিবারিক একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

তবে ছবিটিতে শুধু তারেক রহমানের প্রত্যাবর্তনই নয়, নেটিজেনদের নজর কেড়েছে আরও একটি বিষয়—জাইমা রহমানের আসনের পাশে রাখা একটি বই। ছবিতে স্পষ্ট দেখা যায়, তার পাশে রাখা আছে আলোচিত বই ‘The Penguin Book of Bengali Short Stories’।

কোন বইটি এটি?

লন্ডন থেকে ঢাকায় ফেরার দীর্ঘ যাত্রায় জাইমা রহমানের সঙ্গী ছিল এই বইটি। বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা Penguin Random House থেকে প্রকাশিত বইটি সম্পাদনা ও অনুবাদ করেছেন প্রখ্যাত ভারতীয় অনুবাদক অরুণাভ সিনহা।

বইটি মূলত গত এক শতাব্দীর বাংলা সাহিত্যের নির্বাচিত সেরা ছোটগল্পের ইংরেজি সংকলন। এতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা লেখকদের কালজয়ী গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

বইটিতে কী আছে?

সংকলনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, শহীদুল জহির, হুমায়ূন আহমেদ, সত্যজিৎ রায়, সেলিনা হোসেনসহ দুই বাংলার বহু প্রভাবশালী লেখকের গল্প। এসব গল্পে উঠে এসেছে সমাজবাস্তবতা, দেশভাগ, মুক্তিযুদ্ধ, মানবিক সম্পর্ক ও সময়ের পরিবর্তনের চিত্র।

বিশেষ করে আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, শহীদুল জহিরের আধুনিক বয়ান কিংবা হুমায়ূন আহমেদের মানবিক গল্প সংকলনটিকে আরও সমৃদ্ধ করেছে।

কেন আলোচনায় বইটি?

নেটিজেনদের মতে, জাইমা রহমানের পাশে রাখা এই বইটি কেবল একটি ভ্রমণসঙ্গী নয়, বরং তার সাংস্কৃতিক রুচি ও শিকড়ের প্রতি টানের প্রতীক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক বলেন, বিদেশে বেড়ে ওঠা একজন ব্যারিস্টার হয়েও জাইমা রহমান বাংলা সাহিত্যের ধ্রুপদী সংকলন বেছে নিয়েছেন—যা তার শেকড়ের সঙ্গে সংযোগের বিষয়টি স্পষ্ট করে। বিশেষ করে স্বদেশে ফেরার মুহূর্তে এমন একটি বই তার পাশে থাকা অনেকের কাছেই প্রতীকী অর্থ বহন করছে।

বইটির দাম ও সংগ্রহের উপায়

বইটি আন্তর্জাতিক বাজারে বেশ জনপ্রিয়। Amazon, Book Depository ও পেঙ্গুইনের ওয়েবসাইটে বইটি পাওয়া যায়। বাংলাদেশে রকমারি বা পিবিএস-এর মতো অনলাইন বুকশপে মাঝে মাঝে স্টকে পাওয়া যায়।

আন্তর্জাতিক বাজারে হার্ডকভার সংস্করণের দাম প্রায় ২৫–৩৫ ডলার (বাংলাদেশি টাকায় আনুমানিক ৩,০০০–৪,০০০ টাকা)। পেপারব্যাক সংস্করণ তুলনামূলক কম দামে পাওয়া যায়। এ ছাড়া Kindle ও Google Books-এ ডিজিটাল সংস্করণও রয়েছে।

কেন পড়বেন এই বই?

যারা বাংলা সাহিত্যের শতবর্ষের বিবর্তন ইংরেজি ভাষায় জানতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকলন। বিশেষ করে প্রবাসী প্রজন্মের কাছে বাংলা সাহিত্যকে নতুনভাবে চিনে নেওয়ার একটি উৎকৃষ্ট মাধ্যম হিসেবে বইটি বিবেচিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে