ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

২০২৫ ডিসেম্বর ৩০ ১৯:৪০:১১
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব নির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষা এখন আর অনুষ্ঠিত হবে না। তবে নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম জানিয়েছেন, ‘আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শীঘ্রই জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহাদত হোসেন রাকিবও একই কথা জানিয়েছেন, ‘২ জানুয়ারির পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ খুব শিগ্রই প্রকাশ করা হবে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব গুজবকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে। প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং মূল নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত হয়েছিল। এর প্রভাব হিসেবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার স্থগিত হওয়ার গুজব ছড়ানো হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে