ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কুমিল্লা-১ আসনে বাবা ও ছেলের মনোনয়নপত্র দাখিল

২০২৫ ডিসেম্বর ৩১ ০৭:২২:৫৭
কুমিল্লা-১ আসনে বাবা ও ছেলের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সাথে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর পুত্র এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। গত সোমবার দাউদকান্দি ও মেঘনা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁরা এই মনোনয়ন দাখিল করেন।

নির্বাচনী এলাকা দাউদকান্দি ও মেঘনায় পৃথক দোয়া মাহফিলে অংশ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের বড় চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বিগত নির্বাচনগুলোর অনিয়মের কথা উল্লেখ করে বলেন, অতীতের নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি তাঁর জীবনের এই শেষ নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এবং এলাকার মানুষের সেবা করার সুযোগ চেয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।

বাবা ও ছেলে—দুজনের একই আসনে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি কৌশলগত বলে জানিয়েছেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে। নির্বাচনী আইন ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই তাঁরা দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তবে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে যেকোনো একজন তাঁর মনোনয়ন তুলে নেবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ও পরে সংশ্লিষ্ট এলাকায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ড. খন্দকার মারুফ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এছাড়া গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা-১ আসনে কেবল এই বাবা-ছেলে নয়, লড়াইয়ের মাঠে রয়েছেন আরও ১০ জন প্রার্থী। রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া এই তালিকায় জামায়াতে ইসলামীর মো. মনিরুজ্জামান, জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেখার আহসান এবং ইসলামী আন্দোলনের বশির আহমেদসহ বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবু জায়েদ আল মাহমুদ ও ওমর ফারুকসহ আরও কয়েকজন এই নির্বাচনী দৌড়ে শামিল হয়েছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে