ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না

২০২৫ ডিসেম্বর ৩০ ১৬:৫৫:০৬
খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে এবং সাধারণ জনগণের প্রবেশাধিকার সীমিত থাকবে।

প্রায় বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর, তিনি পাঁচবারের সংসদ সদস্য ও তিনবারের প্রধানমন্ত্রী। ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবারের জন্য এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে