ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ দেশ, গভীর শোক প্রকাশ ডিবিএ’র

২০২৫ ডিসেম্বর ৩০ ২০:৩৬:১৭
খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ দেশ, গভীর শোক প্রকাশ ডিবিএ’র

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম এক শোকবার্তায় মরহুমার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন। বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ একজন অভিভাবকতুল্য, প্রজ্ঞাবান ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।

ডিবিএ’র পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলা হয়, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—আমিন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী ও সমগ্র দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বিবৃতিতে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও দেশের স্বার্থে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ উপাধিতে ভূষিত এই রাজনীতিক দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

তিনি লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ একাধিক দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও বয়স ও রোগজনিত জটিলতার কারণে তার শারীরিক অবস্থা বারবার সংকটাপন্ন হয়ে পড়ে।

সর্বশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানেই নিবিড় চিকিৎসাধীন ছিলেন। দেশবাসীর প্রত্যাশা ছিল, অতীতের মতো এবারও তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। তবে সব প্রত্যাশাকে ভঙ্গ করে চিরবিদায় নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে