ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন আইন! সিগারেট বিক্রির ক্ষেত্রে জরিমানার চরম বিধান

২০২৫ ডিসেম্বর ৩১ ১৪:৪৩:০১
নতুন আইন! সিগারেট বিক্রির ক্ষেত্রে জরিমানার চরম বিধান

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি ২০২৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ’ জারি করেছেন, যা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কসহ জনগুরুত্বপূর্ণ স্থানের আশেপাশে তামাক ও তামাকজাত পণ্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। নতুন আইন অনুযায়ী, এই স্থানগুলোর নির্দিষ্ট ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা করা হবে।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এই অধ্যাদেশটি জারি করেছে। মূলত ২০০৫ সালের ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন’কে সংশোধন করে নতুন ধারাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধ্যাদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না। এমনকি কাউকে দিয়ে বিক্রি করানোও অনুমোদিত নয়।

জনস্বার্থ বিবেচনায় সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে ১০০ মিটার সীমানাটি আরও বৃদ্ধি করার ক্ষমতা রাখবে। আইন লঙ্ঘন করলে প্রথমবারে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা হবে, কিন্তু পুনরায় অপরাধ ঘটালে শাস্তি দ্বিগুণ হারে ধার্য হবে।

এ আইনটি মূলত শিশু ও কিশোরদের সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কঠোর বিধান কার্যকরভাবে প্রয়োগ করা হলে স্কুল-কলেজ, হাসপাতাল এবং শিশু পার্কের আশেপাশে ধূমপানের হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে