ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার জানাজা: বন্ধ থাকবে যেসব সড়ক

২০২৫ ডিসেম্বর ৩১ ০০:৩১:২৪
খালেদা জিয়ার জানাজা: বন্ধ থাকবে যেসব সড়ক

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বর্ষীয়ান নেত্রীর বিদায়ী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নিয়ে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকার বিভিন্ন সড়কে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, জানাজার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে গাড়ি নামা বন্ধ থাকবে এবং চালকদের এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখী এবং পান্থপথ থেকে সোনারগাঁও হোটেল অভিমুখী যান চলাচলও সীমিত করা হবে। উত্তর দিক থেকে আগত যানবাহনকে মহাখালী ও জাহাঙ্গীরগেট এড়িয়ে মগবাজার ফ্লাইওভার ব্যবহারের অনুরোধ করা হয়েছে। মিরপুর অঞ্চল থেকে আসা গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে শ্যামলী হয়ে বিকল্প পথে চলাচল করবে। একইসাথে ধানমন্ডি ৩২ নম্বর এবং প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকেও ডাইভারশন দেওয়া হতে পারে।

জানাজাস্থলকে যানজটমুক্ত রাখতে ফার্মগেট পুলিশ বক্স, ইন্দিরা রোড, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা এবং গণভবন ক্রসিং সংলগ্ন রাস্তাগুলো পুরোপুরি বন্ধ রাখা হবে। সহজভাবে বললে, রাপা প্লাজা থেকে গণভবন, ফার্মগেট থেকে আড়ং এবং বিজয় সরণি থেকে লেক রোড হয়ে গণভবন পর্যন্ত পথগুলো জনসাধারণের জানাজায় নির্বিঘ্ন অংশগ্রহণের জন্য সংরক্ষিত থাকবে। ট্রাফিক জট এড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকেও যানবাহন চলাচলে সীমাবদ্ধতা থাকবে।

জানাজায় অংশগ্রহণকারীদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগরের অভ্যন্তরীণ যানবাহনগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে। অন্যদিকে, ঢাকার বাইরে থেকে আসা বাস ও অন্যান্য যানবাহনের জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরার ১৭ নম্বর সেক্টরের বৌবাজার এলাকা এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড পার্কিং জোন হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে