ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

'এ' থেকে 'বি' ক্যাটাগরিতে নামল আরও এক কোম্পানি

২০২৫ ডিসেম্বর ৩০ ১৮:০৩:৪০
'এ' থেকে 'বি' ক্যাটাগরিতে নামল আরও এক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই শেয়ারবাজারে ক্যাটাগরি অবনমনের মুখে পড়ছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।ডিভিডেন্ডসংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএসই সূত্রে জানা গেছে, এই ক্যাটাগরি পরিবর্তন ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানিটির সর্বশেষ ঘোষিতডিভিডেন্ডের হার বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ডিএসইর নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি বার্ষিক ১০ শতাংশ বা তার বেশিডিভিডেন্ড প্রদান করে, তাহলে সেটি ‘এ’ ক্যাটাগরিতে থাকার যোগ্যতা অর্জন করে। তবে ন্যাশনাল পলিমার ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য মাত্র ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করায় নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি।

ডিভিডেন্ডের এই সীমিত হারই কোম্পানিটির ক্যাটাগরি অবনমনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ফলে নিয়ম অনুযায়ী কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরের নোটিশ জারি করা হয়েছে।

ক্যাটাগরি পরিবর্তনের প্রভাবে নতুন বছরের প্রথম লেনদেন দিবস থেকেই শেয়ারটির লেনদেন বিধি, মার্জিন ঋণ সুবিধা এবং সেটেলমেন্ট সাইকেলে পরিবর্তন আসবে। সাধারণত ‘বি’ ক্যাটাগরিভুক্ত শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে তুলনামূলক সতর্কতা লক্ষ্য করা যায়।

আর্থিক প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ২০২৫ অর্থবছরে ন্যাশনাল পলিমারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে মাত্র ৭ পয়সা, যেখানে আগের অর্থবছরে তা ছিল ২ টাকা ২৭ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ১৪ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৮৯ পয়সা।

এছাড়া ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৫ পয়সা। ডিভিডেন্ড অনুমোদনের পর প্রযোজ্য বিধি অনুসারেই ডিএসই এই ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে