ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রাথমিকের স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা জানা গেল

২০২৫ ডিসেম্বর ৩০ ২০:১০:৪৩
প্রাথমিকের স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসের কারণে স্থগিত করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষাটি আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জাতীয় শোক দিবসের কারণে স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

মহাপরিচালক আরও জানান, পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারি প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, এই তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি সভা করে। সভায় অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে