ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সূচক বাড়ার দিনে লেনদেন টানল ১১ খাত

২০২৫ ডিসেম্বর ৩০ ১৭:০৮:০৬
সূচক বাড়ার দিনে লেনদেন টানল ১১ খাত

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচক প্রায় ৪ পয়েন্ট বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে প্রায় ৪৪ কোটি টাকা। লেনদেন বৃদ্ধিতে নেতৃত্ব দিয়েছে ১১টি খাতের শেয়ার। ডিএসইতে আজ মোট প্রায় ৩৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বলে বাজার পর্যালোচনায় জানা গেছে।

লেনদেন বৃদ্ধিতে অগ্রগণ্য থাকা খাতগুলো হলো— ওষুধ ও রসায়ন, প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি, জেনারেল ইন্স্যুরেন্স, বিবিধ, তথ্য প্রযুক্তি, লাইফ ইন্স্যুরেন্স, সেবা ও আবাসন, আর্থিক, চামড়া এবং টেলিকমিউনিকেশন। এসব ১১ খাতে আজ মোট লেনদেন হয়েছে প্রায় ১৪৭ কোটি ৪১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪১ দশমিক ৬৩ শতাংশ।

খাতভিত্তিক লেনদেন বিশ্লেষণে দেখা যায়, টাকার অঙ্কে সর্বাধিক লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। আজ ডিএসইতে এই খাতে মোট ৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১২ দশমিক ৫৫ শতাংশ। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ প্রায় ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের।

লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। আজ এই খাতে মোট ২৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের ৭ দশমিক ৮৩ শতাংশ। খাতটির মধ্যে ডমিনেজ স্টিলের শেয়ার সর্বাধিক লেনদেন হয়েছে, যার পরিমাণ প্রায় ৬ কোটি ৭৪ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আজ ডিএসইতে এই খাতে মোট ২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৭ দশমিক ১২ শতাংশ। খাতটির মধ্যে শাহজীবাজার পাওয়ার কোম্পানির শেয়ারে সর্বোচ্চ প্রায় ৬ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে।

অন্য খাতগুলোর মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২২ কোটি ৩০ লাখ টাকা, বিবিধ খাতে ১৫ কোটি ৩০ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ১২ কোটি ৯০ লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১০ কোটি ৪৯ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ৪ কোটি ৭৭ লাখ টাকা, আর্থিক খাতে ৪ কোটি ৫৭ লাখ টাকা, চামড়া খাতে ২ কোটি ৭ লাখ টাকা এবং টেলিকমিউনিকেশন খাতে ৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে