ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার জানাজার জোনভিত্তিক নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ৩১ ১১:৫৮:১৫
খালেদা জিয়ার জানাজার জোনভিত্তিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর–মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা তিনটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে—রেড জোন, গ্রিন জোন ও হোয়াইট জোন। পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জানাজার স্থান ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

তিনি জানান,রেড জোনে অবস্থান করবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিআইপি ব্যক্তিরা।

গ্রিন জোনে থাকবেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

হোয়াইট জোনে জানাজায় অংশ নেওয়া সাধারণ জনগণ অবস্থান করবেন।

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, বেগম খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া চলাকালে পরিবারের সদস্যদের বাইরে অন্য কারও কবরস্থানে অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এদিকে এই আপসহীন ও সংগ্রামী নেত্রীকে চিরনিদ্রায় শায়িত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজনের পরিকল্পনা থাকলেও বিপুল জনসমাগমের আশঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এখন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে