ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ছুটি ঘোষণা উপেক্ষা করে চ্যালেঞ্জে বিএফআইইউ প্রধান

২০২৫ আগস্ট ২০ ১৫:৩৮:৫৪
ছুটি ঘোষণা উপেক্ষা করে চ্যালেঞ্জে বিএফআইইউ প্রধান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে বুধবার (২০ আগস্ট) শাহীনুল ইসলামকে অফিস করতে দেখা গেছে, যা কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। এ বিষয়ে তিনি নিজেই বলেন, “কীসের বাধ্যতামূলক ছুটি, আমিতো অফিস করতেছি।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়, যা কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা তাকে অবিলম্বে ছুটিতে পাঠানোর দাবিতে স্মারকলিপি দেন। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকের আইটি বিভাগ ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে, যার প্রতিবেদন আজ গভর্নরের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

এই ঘটনার আগেই আলোচনায় ছিলেন শাহীনুল ইসলাম, কারণ তিনি সম্প্রতি এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেন। অথচ ২০২৪ সালের নভেম্বরে বিএফআইইউ কর্তৃক ফ্রিজ করা হিসাবগুলোতে ছিল প্রায় ১২০ কোটি টাকা। অভিযোগ উঠেছে, অবশিষ্ট অর্থের মধ্যে ১০১ কোটি টাকা এখনও জমা থাকলেও উত্তোলনের সুযোগ দেওয়ার পেছনে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে আরও জানা যায়, এনায়েত উল্লাহ প্রতিদিন বাস রুট থেকে প্রায় ১.৬৫ কোটি টাকা চাঁদা তুলতেন, যা এ মামলার অন্যতম আলামত।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে