ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনবিআরের আরও ৫ পদস্থ কর্মকর্তা বরখাস্ত

২০২৫ আগস্ট ১৮ ২১:১৮:৩৮
এনবিআরের আরও ৫ পদস্থ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের সময় দাপ্তরিক কাজ ব্যাহত করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের আরও পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে একইদিন দুপুরে এনবিআরের কাস্টমস বিভাগের দুই অতিরিক্ত কমিশনারসহ চার কাস্টমস কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ মে ঘোষিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫’-এর বিরোধিতা করে এনবিআরের কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মচারীরা আন্দোলন শুরু করলে এই পাঁচ কর্মকর্তা দাপ্তরিক কাজ ব্যাহত করেন। পাশাপাশি তারা কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ও রাজস্ব ভবনে উপস্থিত হওয়ার জন্য প্ররোচিত করার মতো ভূমিকা পালন করেন। এতে দেশের রাজস্ব আহরণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চাঁদ সুলতানা চৌধুরানী, সেহেলা সিদ্দিকা, সুলতানা হাবীব, মো. মেসবাহ উদ্দিন খান এবং মো. মামুন মিয়া।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে