ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

২০২৫ আগস্ট ১৭ ০৭:১২:৫০
বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিকৃতি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু অফিসেই নয়, কূটনীতিকদের সরকারি বাসভবন থেকেও রাষ্ট্রপতির ছবি নামাতে হবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি মিশনের সঙ্গে বিশেষভাবে যোগাযোগ করে এই নির্দেশনা কার্যকরের তাগিদ দেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রচলিত নিয়মে চিঠি বা অফিসিয়াল বার্তা পাঠানো হয়নি; বরং ফোনে সরাসরি জানানো হয়েছে, রাষ্ট্রপতির ছবি আর প্রদর্শন করা যাবে না।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপ্রধানের ছবি টানানো ছিল। এবার সেই প্রথা থেকে বেরিয়ে এসে তাৎক্ষণিকভাবে প্রতিকৃতি নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফলে অনেক দূতাবাস ও হাইকমিশনে ফোন কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবি অপসারণ শুরু হয়। ইতোমধ্যে কয়েকটি মিশনে রাষ্ট্রপতির ছবি নামানো শেষ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা মাত্র নয়; বরং বাস্তবে কার্যকর করার নির্দেশ। মিশনগুলো যাতে দেরি না করে, সেজন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নির্দিষ্ট অঞ্চলের সব দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করবেন এবং নিশ্চিত করবেন যে, কোথাও রাষ্ট্রপতির ছবি ঝুলে নেই। প্রতিটি রাষ্ট্রদূত তাদের অঞ্চলের অগ্রগতির তথ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে পাঠাবেন।

সর্বশেষ নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক ভবনে রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর প্রদর্শিত হবে না। অর্থাৎ এখন থেকে কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের প্রতিকৃতি ঝোলানোর প্রচলিত রীতি পুরোপুরি বন্ধ হয়ে গেল।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে