ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ কর্মচারীর উপস্থিতি, শিক্ষার্থীদের ক্ষোভের ঝড়

২০২৫ আগস্ট ১৬ ২১:০১:০৩
ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ কর্মচারীর উপস্থিতি, শিক্ষার্থীদের ক্ষোভের ঝড়

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কবি সুফিয়া কামাল হলে তল্লাশির সময় একজন পুরুষ কর্মচারীর উপস্থিতি ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে ১৪ আগস্ট রাতে, প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের নেতৃত্বে হলে সিট পরিদর্শন এবং ইন্ডাকশন চুলা হিটার জব্দ করার সময়। ছাত্রীদের অভিযোগ, অভিযানে থাকা পুরুষ ইলেকট্রিশিয়ান তাদের কক্ষে প্রবেশ করেছেন, এমনকি এক রুমের তালাও ভেঙে ঢুকা হয়।

ছাত্রীরা প্রশ্ন তুলেছেন, কেন অধিকাংশ ছাত্রী না থাকার সময় এই অভিযান চালানো হলো। তারা অভিযোগ করেছেন, ডাইনিংয়ের খাবারের মান এতটাই খারাপ যে অনেকে নিজে রান্না করতে বাধ্য হচ্ছেন।

ফিশারিজ অনুষদের ছাত্রী দিনা বলেন, “ছাত্রী হলে পুরুষ কর্মচারীর প্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আমাদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ।”

পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের রুমালি জানান, “হলে খাবারের মান ভালো হলে আমাদের নিজে রান্না করতে হতো না। পড়াশোনার পাশাপাশি খাবারের জন্য এত ভোগান্তি পোহাতে হতো না।”

এই বিষয়ে সহকারী প্রভোস্ট ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক মোছা. নিলয় জামান শান্তা বলেন, “নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দের জন্য রুম পরিদর্শনে গিয়েছিলাম। রান্নার সরঞ্জাম পাওয়া গেলে তা জব্দ করা হয়েছে। কোনো রুমের তালা ভাঙা হয়েছে শুধু জরুরি কারণে, যেখানে এক ছাত্রী অসুস্থ হয়ে ভেতরে আটকা পড়েছিল।”

তিনি আরও জানান, হিটার খোলার জন্য ইলেকট্রিশিয়ানকে নেওয়া হয়েছিল, তল্লাশির দায়িত্ব তার ওপর দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে এই ধরনের অভিযানে পুরুষ কর্মচারী নেওয়া হবে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমি ক্যাম্পাসে না থাকার কারণে সরাসরি অবগত নই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে