ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল—প্রশ্ন আসিফ নজরুলের

২০২৫ আগস্ট ১৬ ২০:০৮:৪৬
ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল—প্রশ্ন আসিফ নজরুলের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, দেশের অনেক চিকিৎসক রোগীদের প্রকৃত স্বার্থ না দেখে বরং ওষুধ কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করেন। তিনি বলেন, এ কারণে রোগীরা নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা প্রশ্ন তোলেন—“বাংলাদেশের বড় হাসপাতালগুলোতে কেন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ডাক্তারদের সাক্ষাতের জন্য বিশেষ সময় নির্ধারিত থাকে? পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজির নেই। চিকিৎসকরা তাহলে কি ওষুধ কোম্পানির দালাল বা কমিশনভোগীর ভূমিকা পালন করছেন?”

নিজের অভিজ্ঞতা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তার একজন স্বল্প আয়ের কর্মচারীকে ঢাকার একটি হাসপাতালে ১৪টি টেস্ট করাতে বাধ্য করা হয়েছিল। অথচ ময়মনসিংহে একজন পরিচিত চিকিৎসকের কাছে কোনো টেস্ট ছাড়াই চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। এ ধরনের অনিয়ম ও গরিব রোগীদের ওপর চাপিয়ে দেওয়া বাড়তি খরচকে তিনি “অত্যাচার” বলে অভিহিত করেন।

চিকিৎসকদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “অনেক ডাক্তার রোগীর কথা শোনার আগেই প্রেসক্রিপশন লেখা শুরু করেন, বা বিরক্ত হয়ে কথা বলেন। অথচ বিদেশে ডাক্তাররা রোগীর কথা মনোযোগ দিয়ে শোনেন, যা রোগীর আত্মবিশ্বাস বাড়ায়।”

নার্স ও হাসপাতালকর্মীদের অমানবিক ব্যবহার প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, অপ্রতুল বেতনই এর মূল কারণ। তিনি জানান, একজন প্রশিক্ষিত নার্স মাসে মাত্র ১২ হাজার টাকা বেতন পান—যা অনেক গৃহকর্মীর সমান। অথচ হাসপাতাল মালিকরা কোটি টাকার সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কর্মীদের বেতন বাড়ান না।

তিনি হাসপাতাল মালিকদের আহ্বান জানিয়ে বলেন, মুনাফার অন্তত ১০ ভাগ কর্মীদের কল্যাণে ব্যয় করলে সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে শুধু দেশেই ভালো চিকিৎসা পাওয়া যাবে না, বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতাও কমে আসবে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে