ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

১০০ কোটি রুপির গাড়ী নিয়ে ফের আলোচনায় নীতা আম্বানি

২০২৫ আগস্ট ১৬ ১৯:৫৪:৪৯
১০০ কোটি রুপির গাড়ী নিয়ে ফের আলোচনায় নীতা আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পরিবার প্রায়ই শিরোনামে আসে তাদের আড়ম্বরপূর্ণ জীবনযাপনের কারণে। এবার আলোচনায় এসেছেন নীতা আম্বানি। কারণ সম্প্রতি তিনি কিনেছেন একটি বিরল ও বিলাসবহুল গাড়ি—অডি এ৯ চ্যামেলিয়ন। গাড়িটির দাম ১০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি টাকার সমান।

ভারতের সবচেয়ে দামি গাড়ি হিসেবে ধরা হচ্ছে এই অডি এ৯ চ্যামেলিয়নকে। শক্তিশালী ৬০০ হর্সপাওয়ার ইঞ্জিনযুক্ত এ গাড়ি বিশ্বজুড়ে মাত্র ১১ জনের হাতে এসেছে। নীতাই এখন সেই বিশেষ গাড়ির মালিকদের একজন।

এই গাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর রঙ পরিবর্তনের ক্ষমতা। একটি বোতাম টিপেই গাড়ির রং বদলে যায়। বৈদ্যুতিক নকশায় তৈরি এই প্রযুক্তি একে করেছে আরও অনন্য।

অডি এ৯ চ্যামেলিয়নে দেওয়া হয়েছে ৮.০ লিটারের বি৮ ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬০০ এইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। মাত্র আধ সেকেন্ডে এটি ঘণ্টায় শুন্য থেকে ১০০ কিলোমিটার বেগে পৌঁছে যায়। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার, যা বুলেট ট্রেনের গতিকেও ছাড়িয়ে যায়।

গাড়িটিতে রয়েছে মাত্র দুটি দরজা। দৈর্ঘ্যে প্রায় ৫ মিটার এই গাড়ির নকশা মহাকাশযানের মতো মনে হয়। এর উইন্ডশিল্ড ও ছাদ একসঙ্গে জোড়া দেওয়া, ফলে বাহ্যিক রূপে এটি অনেকটাই ভবিষ্যতের যানবাহনের মতো।

অবশ্য নীতার নতুন অডি এ৯-ই প্রথম নয়। আম্বানি পরিবারের গ্যারেজে ইতিমধ্যেই রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ ও ফেরারির মতো নামীদামি ব্র্যান্ডের গাড়ি। তাদের সংগ্রহে বিলাসবহুল গাড়ির সংখ্যা ১৭০টিরও বেশি, যেগুলোর প্রতিটির দামই কোটি টাকার উপরে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে