ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

হাব-ওয়ান ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

২০২৫ আগস্ট ১৩ ১০:৩৫:১৫
হাব-ওয়ান ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক : হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং ওয়ান ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার নয়াপল্টনে হাবের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। এর ফলে এজেন্সিগুলোর মাধ্যমে হজ ও উমরাহ পালনকারীদের এবং উমরাহ নিবন্ধন ফি ও সংশ্লিষ্ট লেনদেন সহজতর হবে।

ওয়ান ব্যাংক এজেন্সিগুলোর হজ ও উমরাহ পালনকারীদের জন্য অতিরিক্ত ১২শ ডলার পর্যন্ত এন্ডোর্সমেন্ট সুবিধা, ফ্রি হজ কার্ড ইস্যু এবং ফ্রি ব্যাকআপ কার্ড সার্ভিস দেবে।

সমঝোতা স্মারক সই করেন ওয়ান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শাব্বির আহমেদ এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইসলামি ব্যাংকিং আবু জাফর মো. সালেহ এবং ব্যাংকের অন্যান্য নির্বাহী এবং কর্মকর্তারা।

অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম সাঈদী এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে