ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

পছন্দের মেয়েকে বিয়ে করায় ছেলের মায়ের নাটকীয় কাণ্ড

২০২৫ আগস্ট ১১ ১২:০৬:২২
পছন্দের মেয়েকে বিয়ে করায় ছেলের মায়ের নাটকীয় কাণ্ড

নিজস্ব প্রতিবেদক : পুত্র নিজের পছন্দের মেয়েকে বিয়ে করায় অপছন্দ প্রকাশ করেছিলেন মা। কিন্তু সরাসরি কিছু না বলে তিনি ছেলের বিয়ের দিন এমন এক কাণ্ড ঘটালেন, যা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ভারতের। প্রকাশ পেয়েছে রেডিট নামের একটি ফোরামে, যেখানে এক নববধূ নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। নাম প্রকাশ না করে তিনি জানান, কীভাবে তার শাশুড়ি কনের পোশাক পরে বিয়ের অনুষ্ঠানে হাজির হন!

নববধূ জানান, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। কিন্তু শাশুড়ি এই সম্পর্ককে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। অবশেষে ছেলের জেদের কাছে হার মানলেও মনের ক্ষোভ লুকিয়ে রাখেননি তিনি।

বিয়ের আগের দিন অনেকে শাশুড়িকে কাঁদতে দেখেন। তিনি অভিযোগ করেন, ছেলেকে ‘চুরি করে নিয়েছে’ অন্য এক নারী। ছেলেও এখন আর মায়ের কথা শুনছে না, বরং বিয়ের পাত্রীকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

সবচেয়ে বড় চমক আসে বিয়ের দিন সকালে। নববধূ জানান, যখন তিনি সাদা গাউন পরে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন, তখন দেখেন তার হবু শাশুড়িও একই রঙের ও একই ডিজাইনের গাউন পরে ঠিক তার মতো সাজে হাজির!

কনের সাজে শাশুড়িকে দেখে অতিথিরা স্তব্ধ হয়ে যান। অনেকেই বিষয়টি অস্বস্তিকর মনে করলেও কেউ কিছু বলেননি। অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হলেও সম্পর্কের ছায়া সেদিন থেকেই স্পষ্ট হয়।

নববধূ জানান, শাশুড়ি পুরো অনুষ্ঠানজুড়ে ছেলের পাশে ঘোরাঘুরি করেছেন এবং তাকে যেন উপেক্ষা করেছেন। ফলে তিনি নিজেকে একপ্রকার “অদৃশ্য” মনে করেছেন নিজের বিয়ের দিনেই।

“সেদিন বুঝে গিয়েছিলাম, তিনি আমাকে কখনোই মেনে নেবেন না,” — বলেন নববধূ।

এ ঘটনা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে “দুর্ভাগ্যজনক পরিবার রাজনীতি” বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ বলছেন, এটি নিছক ‘ড্রামা’ বা ‘নাটকীয় প্রতিশোধ’।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে