ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘যুদ্ধের’ ডাক ‘ইসরায়েলি’ পত্রিকার

২০২৫ আগস্ট ০৭ ২২:২৯:৫৭
নেতানিয়াহুর বিরুদ্ধে ‘যুদ্ধের’ ডাক ‘ইসরায়েলি’ পত্রিকার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) হারেদি (অতি গোঁড়া) ইহুদিদের অন্তর্ভুক্তি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে সরাসরি 'যুদ্ধের' ডাক দিয়েছে হারেদি পত্রিকা ইয়েতেড নে'ইমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) পত্রিকাটির প্রথম পাতার প্রধান শিরোনামে এই আহ্বান জানানো হয়, যা চলমান উত্তেজনাকে আরও তীব্র করেছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পত্রিকার প্রথম পাতায় বড় অক্ষরে লেখা ছিল, 'যুদ্ধ', যার নিচে লেখা ছিল, 'যখন ইসরায়েল লাল রেখা অতিক্রম করে, তখন তাকে তোরাহর জগতের প্রতিরোধের মুখে পড়তে হবে।'

এই 'আক্রমণাত্মক' শিরোনামটি প্রকাশিত হয় যখন হারেদি সম্প্রদায়ের দুই ইয়েশিভা শিক্ষার্থীকে ড্রাফট ফাঁকির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর শীর্ষস্থানীয় হারেদি ধর্মগুরু রাব্বি ডোভ ল্যান্ডাউ একটি জরুরি পরামর্শ সভা আহ্বান করেন, এবং এর পরদিনই এই ধরনের কঠোর বার্তা প্রকাশিত হলো।

ইয়েতেড নে'ইমান হলো লিথুয়ানিয়ান হারেদি দল দেগেল হাতোরাহ-এর মুখপত্র, যা ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) দলের অংশ। হারেদি নিয়োগ আইন নিয়ে বিরোধের জেরে ইউটিজে গত জুলাইয়ে সরকার ও জোট ছেড়ে যায়।

ইউটিজে দলের এমকে মেইর পোরুশ বলেন, 'আমরা তোরাহের জগতকে রক্ষায় হাতে থাকা সব আইনি পথ ব্যবহার করে সবচেয়ে কড়া ব্যবস্থা নেব। ইসরায়েলের তোরাহ শিক্ষার ক্ষতি মানেই ১ কোটি ৩৯ লাখ হারেদি ইহুদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।'

তবে, বিরোধী দলগুলো এই আহ্বানের সমালোচনা করেছে:

ইয়েশ আতিদ দলের নেতা ইয়ার ল্যাপিড বলেন, 'ইসরায়েলে সত্যিই একটি যুদ্ধ চলছে, তবে তা অন্যত্র, যেখানে মানুষ প্রাণ হারাচ্ছে।'

রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির এমকে জভি সুক্কোট পত্রিকাটির সম্পাদককে দায়ী করে বলেন, 'দেশের বাইরে ভয়াবহ একটি বাস্তব যুদ্ধ চলছে, যার মাশুল দিতে হচ্ছে অনেক মানুষকে।'

ইয়িসরায়েল বেইতেনু দলের এমকে আভিগডোর লিবারম্যান আবারও হারেদিদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, 'যারা সামরিক বা বেসামরিক কাজে অবদান রাখবে না, তারা কোনো সুবিধা পাবে না।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে