ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন কমিশন

২০২৫ আগস্ট ০৭ ২২:১০:৫২
ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা মুলতবি করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ১১টায় সভাটি শুরু হয়।

সানাউল্লাহ জানান, সভায় মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হওয়ার কথা ছিল—আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া।

তিনি বলেন, “রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে আচরণ বিধিমালার খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আরপিও সংশোধনের কাজও অনেকদূর এগিয়েছে। তবে সভা মুলতবি হওয়ায় এগুলো নিয়ে আগামী সপ্তাহে আবার আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমিশনার আরও জানান, দেশ-বিদেশে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নীতিমালা তৈরির কাজ এবারই প্রথমবারের মতো এতটা গুরুত্ব পাচ্ছে। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, সচিব মো. আখতার আহমেদসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন যথাসময়ে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে