ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

দুই উপদেষ্টাকে সম্মান জানালো সরকার

২০২৫ আগস্ট ০৭ ১৭:১৪:১৭
দুই উপদেষ্টাকে সম্মান জানালো সরকার

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সফলভাবে শেষ করায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন সফলভাবে সম্পন্ন করায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই অভিনন্দন জানানো হয়।বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

শফিকুল আলম জানান—“বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে অত্যন্ত সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০% শুল্ক আরোপ করেছে, তবুও আমরা প্রতিযোগীদের সঙ্গে একই বা আরও ভালো অবস্থানে রয়েছি।”

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানানো হয় ৩৬ দিনের পূর্ণ বিপ্লব-উৎসব সফলভাবে পরিচালনার জন্য।

“তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুরো অনুষ্ঠানমালার তদারকি করেছেন। বিশেষ করে ৫ আগস্ট মানিক মিয়া এভিনিউয়ের জনসমুদ্রে লাখ লাখ মানুষের অংশগ্রহণ ছিল নজরকাড়া,”— বলেন শফিকুল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে