ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজার সংস্কারে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী এডিবি

২০২৫ আগস্ট ০৭ ১৮:১৬:২৫
শেয়ারবাজার সংস্কারে কারিগরি সহায়তা প্রদানে আগ্রহী এডিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজার সংস্কার ও আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এক বৈঠকে এই আগ্রহ প্রকাশের পর বিএসইসিও ভবিষ্যতে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা জানিয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে দেশের শেয়ারবাজার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এডিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহারি গুনাওয়ারধেনা ও সিনিয়র প্রজেক্ট অফিসার মোহাম্মদ রাশেদ আল হাসান। বিএসইসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মো. আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা এবং উপপরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল।

আলোচনায় উঠে আসে শেয়ারবাজার সংস্কার পরিকল্পনা ও বাস্তবায়ন, কমিশনের সার্ভেইল্যান্স ও ইআরপি সিস্টেমের আধুনিকায়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণ, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে দক্ষ স্বতন্ত্র পরিচালক নিয়োগ, বন্ড মার্কেট উন্নয়ন, টেকসই অর্থায়ন, ডেরিভেটিভস ও কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি এবং গুণগত মানসম্পন্ন দেশি-বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত করার মতো বিষয়গুলো।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, শেয়ারবাজার সংস্কারে গৃহীত নানা উদ্যোগ ও কর্মপরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। টাস্কফোর্স ও তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদনের আলোকে এনফোর্সমেন্ট কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের শেয়ারবাজারের টেকসই সংস্কার ও আধুনিকায়নে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে